নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ওয়ালিদ জামান

আমার কাছে আমার একটা আকাশ আছে
হাত বাড়ালে ছুঁতে পারি ইচ্ছে হলেই তাকে
যখন খুশি ইচ্ছে যেমন চাইতে পারি কাছে
আনন্দ-সুখ, নীল বেদনা, দুঃখরা সব থাকে।

আমার কাছে বৃষ্টি আছে অঝোর ধারায় ঝরা
ভিজতে পারি এখন সকাল কিংবা সন্ধ্যারাতে
চাইতে পারি শেষ বিকেলের রোদ, দুপুরবেলায় খরা
গাইতে পারি একলা আমি নিজেই নিজের সাথে।

অমাবস্যার চাঁদ আছে, আছে পূর্ণিমার আলো
জানালা খুলে দেখতে পারি, দৃষ্টি জুড়ায় তাতে
জোনাক বাতি আমার সাথী অন্ধকারে হলো
চাইলে আমার রাত্রিগুলো মাতাল হাওয়ায় মাতে।

আমার শুধু তুমি নেই, খুব চাইলেও যায় না ছোঁয়া
অপেক্ষাতে প্রহর গুনে একলা সময় কাটে
তোমারও কি আমি নেই, লাগে এমন হয় না পাওয়া
মনে নীরব দহন, রক্তক্ষরণ হাটে!

শিল্প সাহিত্য এ সম্পর্কিত আরও পড়ুন: