আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়বস্তুতে বড় পরিবর্তন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এমন খবর প্রকাশের পরই এক টুইট বার্তায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক দপ্তর।
দোকানে গেছেন এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস কিনতে। কিন্তু দাম বেশি হওয়ায় বিক্রেতার সঙ্গে দরকষাকষি শুরু করেন। এক পর্যায়ে ক্রেতাকে অপমানমূলক কথা শুনতে হয়। এ সময় তিনি দোকানের সব প্যাকেট কিনে রাস্তায় নষ্ট করেন। এরকমই একটি ঘটনা ঘটেছে চীনের শানডং প্রদেশে। এ ঘটনার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ একেবারে কমে গেলেও এটির নতুন একটি ধরন আবারও উদ্বেগ সৃষ্টি করেছে। ‘এরিস’ নামের এ ভ্যারিয়েন্টটি যুক্তরাজ্যে বেশ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
গৃহকর্মীকে নির্যাতনের মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত সোমিয়া অসিম নামের এক নারীর জামিন আবেদন বাতিল করেছে পাকিস্তানের এক স্থানীয় আদালত। বাসায় কাজ করা ওই তরুণীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
বুরকিনা ফাসো, গিনি, মালি, চাদের পর সম্প্রতি পশ্চিম আফ্রিকার আরেকটি দেশ নাইজেরেও সেনা অভ্যুত্থান ঘটেছে। এর প্রতিটি দেশই ফ্রান্সের সাবেক উপনিবেশ। লক্ষণীয় হলো, ১৯৯০ সাল থেকে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের দেশগুলোতে মোট ২৭ বার সেনা অভ্যুত্থান হয়েছে, তার ৭৮ শতাংশই হয়েছে সাবেক ফরাসি উপনিবেশগুলোতে।
এক বছরের বেশি সময় ধরে ফ্যামিলি ও ভিজিট ভিসা বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। তবে চলতি বছরের ডিসেম্বরে নতুন নিয়মে এসব ভিসা আবারও চালু হতে পারে। রোববার (৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানায় কুয়েত টাইমস।
বিশ্বের মধ্যে উচ্চ তাপমাত্রায় সবচেয়ে বেশি ভুগছে দক্ষিণ এশিয়ার শিশুরা। এ অঞ্চলের প্রায় তিন-চতুর্থাংশ শিশু বিপজ্জনকভাবে উচ্চ তাপমাত্রার শিকার বলে জানিয়েছে জাতিসংঘ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জীবন এখন ঝুঁকির মুখে। এমন অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। তার দাবি, কারাগারে ইমরান খানের জীবন বিপজ্জনক অবস্থায় রয়েছে। এমনকি সেখানে তাকে খাবারও দেওয়া হচ্ছে না। এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে পশ্চিম আফ্রিকান দেশ নাইজার। সেখানে যেকোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের হাতে শাসনভার ফিরিয়ে না দিলে নাইজারে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল প্রতিবেশীরা। কিন্তু জান্তা সরকার তাদের এই হুমকি উপেক্ষা করে যুদ্ধের প্রস্তুতি শুরু করায় সংঘাতের আশঙ্কা ক্রমেই তীব্রতর হচ্ছে। নিজেদের পক্ষে লড়াইয়ের জন্য তারা এরই মধ্যে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সাহায্যও চেয়েছে।
মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (০৬ আগস্ট) দেশটির আজিলাল প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। খবর এএফপির।