রংপুর কেরামতিয়া জামে মসজিদের পেশ ইমামের দাফন সম্পূর্ণ

নিউজ ডেস্ক : রংপুর প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধক্ষ্য, সম্মিলিত ইমাম পরিষদ রংপুর মহানগরের সভাপতি ও কেরামতিয়া জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ক্বারী আব্দুল জলিল (রহ) বৃহস্পতিবার ভোর ৬টায় বড় রংপুর কারামতিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়িতে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান, ১ কন্যা সন্তান, আত্বীয় স্বজন, বন্ধু-বান্ধব, বহু গুনগ্রাহী রেখে গেছেন। হযরত মাওলানা ক্বারী আব্দুল জলিল এর মৃত্যুর খবর শুনে সম্মিলিত ইমাম পরিষদের নেতৃবৃন্দ তার বাসায় ছুটে যান। এছাড়াও তাকে এক নজর দেখার জন্য মুসল্লিরা ভীড় জমান। তার আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থণা করেন।

মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর তার কর্মস্থল কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। মরহুমের ২য় জানাযার নামাজ বড় রংপুর কারামতিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বাদ আসর অনুষ্ঠিত হয়। জানাযায় মরহুমরে আত্বীয় স্বজন, বন্ধু-বান্ধব, বহু গুনগ্রাহী, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।

জানাযা শেষে তার দাফন কার্য পারিবারিক কবর স্থানে সম্পন্ন করা হয়। হযরত মাওলানা ক্বারী আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সম্মিলিত ইমাম পরিষদ রংপুর মহানগরের সকল সদস্যবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করে শেকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ক্বারী আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মো: আনিছুর রহমান লাকু, কেরামতিয়া জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ক্বারী আব্দুল জলিলের মৃত্যুতে তিনি তার শোকবার্তায় বলেছেন, রংপুরের সবচেয়ে বড় কেরামতিয়া জামে মসজিদের পেশ ইমাম এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও ধর্ম প্রচারককে আমরা আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। তিনি একজন স্বদা হাস্যজ্জল ব্যক্তি ছিলেন। তিনি আমাদের মাঝে না থাকলেও তিনি আমাদের হৃদয়ে থাকবেন। তিনি মরহুমের শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।