রাজধানীর যাত্রাবাড়ী থেকে ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ দুজন হলেন মো. সোহাগ প্রকাশ লাল মিয়া (২৭) ও মো. রাকিব (২১)।
তারা ২৫ জুলাই চাঁদপুর জেলার কচুয়া থানায় করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
সোমবার (৭ আগস্ট) এ তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক।
তিনি জানান, রোববার (৬ আগস্ট) রাতে যাত্রাবাড়ী থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের দুজনের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানাধীন কাদলা গ্রামে।
র্যাব কর্মকর্তা বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়, কচুয়া থানায় ২৫ জুলাই তাদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়। মামলা হওয়ার পর থেকে তারা দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।