আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপের আসর। আসন্ন এই দুই মেগা ইভেন্টে মিডল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের সুযোগ পাওয়া নিয়ে ক্রিকেট পাড়ায় জোর আলোচনা চলছে।
সর্বশেষ ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ছিলেন রিয়াদ। এরপর তিনটি সিরিজে টাইগার দলের বাইরে ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এরই মাঝে প্রায় ৫৬ দিন পর গতকাল (বুধবার) ব্যাট হাতে মিরপুরে অনুশীলনে ফিরেছেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। আজও তিনি ধারাবাহিকভাবে অনুশীলন করেছেন।
এনিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে।’