বেইজিংয়ে বন্যায় মৃত ১১, নিখোঁজ ২৭

নিউজ ডেস্ক :
প্রকাশ: ২ মাস আগে

চীনের রাজধানী বেইজিংয়ের আশেপাশের পাহাড়ি ঢলে বন্যায় ১১ জন মারা গেছেন ও নিখোঁজ রয়েছেন ২৭ জন।

বেইজিংয়ে বন্যায় বাড়িঘর প্লাবিত হওয়াসহ রাস্তাও ডুবে গেছে প্রবল বর্ষণে। মঙ্গলবার এপির প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।

কয়েক দিনের ভারি বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে এসব এলাকায়। ফলে ট্রেন স্টেশনগুলো বন্ধের পাশাপাশি আশেপাশের স্থানীয়দের স্কুলের জিমে সরিয়ে নেয়া হচ্ছে সরকারি নির্দেশে।

প্রতিবছর গ্রীষ্মে মৌসুমী বন্যা চীনের জন্য অত্যন্ত স্বাভাবিক। এর ফলে ক্ষয়ক্ষতিও কম হয় না। তবে এ বছরের বন্যা গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ ভয়াবহ রূপ ধারণ করেছে।

চীনের বন্যার ইতিহাসে ১৯৯৮ সালে বন্যায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৪ হাজার ১৫০ জনের।

বেইজিংয়ের স্বাভাবিক জলবায়ুর জন্য এ ভারি বৃষ্টিপাতের মাত্রা অত্যন্ত অস্বাভাবিক। এ এলাকার মানুষেরা সাধারণত মাঝারি শুষ্ক জলবায়ু উপভগ করেন। চীনের উত্তরাংশের অন্যান্য এলাকায় খুব কমই এতো ভারি বৃষ্টি দেখা যায়।

 

  • চীনে বন্যা
  • বন্যা
  • বেইজিং