বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ভাই-বোনের

নিউজ ডেস্ক :
প্রকাশ: ২ মাস আগে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তোফায়েল হোসেন (১১) ও সেবা খাতুন (৪)। তারা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইগাছী গ্রামের মো. ছকিমুদ্দির সন্তান।

স্থানীয়রা জানান, বাড়িতে থাকা একটি অটোরিকশা চার্জ থেকে খুলে তোফায়েল তার বোন সেবা খাতুনকে নিয়ে চালাতে গেলে বৈদ্যুতিক তারে লেগে অটোরিকশাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। এ সময় নিহতদের বাবা-মা বাড়িতে ছিলেন না।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরিফুল আলম সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।