ঈদের দিন থেকে জ্বর শুরু হয়। ফার্মেসি থেকে ওষুধ আনিয়ে খাওয়াই। তবুও জ্বর কমছিল না, পরে হাসপাতালে নিয়ে যাই। পরীক্ষা করে চিকিৎসক বললেন নিউমোনিয়া হয়েছে। এরপর বাসায় রেখেই নিউমোনিয়ার ইনজেকশনগুলো পাঁচদিন দিয়েছিলাম। আব্দুর রহমানের (২) শরীর বেশি দুর্বল হয়ে গেছিল বলে শিশু হাসপাতালে নিয়ে যাই। এখানেও একমাস তিনদিন ভর্তি ছিল। এরই মধ্যে ছেলের মাথায় ‘টিউবারকুলার মেনিনজাইটিস’ ধরা পড়ে। প্রায় ২৩ দিন আইসিইউতে রাখা হয়। চিকিৎসক জানান ব্রেন অপারেশন করালে বাঁচানো সম্ভব। আর এই অপারেশন খুব ব্যয়বহুল। এরই মধ্যে আমার ১৪ লাখ টাকা খরচ হয়ে গেছে।’
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শিশুটির বাবা ইমাম হাসান। তিনি বলেন, প্রথম দিকে আব্দুর রহমানের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সার্জারি ডাক্তার খোঁজার কথা বলা হয়েছিল। ঈদের পরদিন থাকায় আমরা কোনো সার্জারি ডাক্তার খুঁজে পাচ্ছিলাম না। তাই স্কয়ার হাসপাতালে নিয়ে যাই।
ইমাম হাসান বলেন, স্কয়ার হাসপাতালে নেওয়ার পর অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা জানান আপনার ছেলের ‘ব্রেন ড্যামেজ’ হয়ে গেছে। ছেলে এখন চোখে দেখছে না, দাঁড়াতেও পারছে না। ঘন ঘন জ্বর নানা রকম জটিলতায় ভুগছে। তার শরীর খুব দুর্বল হয়ে গেছে।
তিনি বলেন, এখন আমরা বাবুর উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে চাচ্ছি। বিদেশের চিকিৎসা খুবই ব্যয়বহুল হবে। যে কিনা আমাদের মতো পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। আব্দুর রহমানের চিকিৎসা চালিয়ে যেতে আমার যা কিছু ছিল সব বেঁচে দিয়েছি। এখন আর অবশিষ্ট কিছুই নেই। আপনারা আমার সন্তানকে বাঁচান। বাবার বুক খালি করিয়েন না। যার যতটুকু সম্ভব অসহায় বাবার সন্তানকে বাঁচান। আমার সন্তান ছাড়া আমি বাঁচবো না।
বাবা ইমাম হাসান বলেন, হাসপাতালের বেড ভাড়া এবং বিভিন্ন পরীক্ষা খরচ প্রতিদিনই বাড়ছে। জরুরিভিত্তিতে ইন্ডিয়াতে নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে না পারায় পাসপোর্ট করা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জন্ম নিবন্ধন সনদ দেওয়া বন্ধ রয়েছে।
গত তিনমাসে আব্দুর রহমানের চিকিৎসায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে যার সিংহভাগই দিয়েছেন পরিচিত-অপরিচিত কিছু মানুষ। এখনো ক্রমাগত খরচ হচ্ছেই। আব্দুর রহমানের উন্নত চিকিৎসার জন্য বাবা ইমাম হাসান দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের কাছে সহযোগিতা কামনা করেছেন।
শিশুর বাবা ইমাম হাসানের বিকাশ/নগদ
01641733349
এক্সিম ব্যাংক লিমিটেড
অ্যাকাউন্ট নম্বর: Md. Emam Hassan
07112100137518 (সঞ্চয়ী হিসাব-দনিয়া শাখা)
রাউটিং নম্বর: 100271421;
সুইফ্ট কোড: EXBKBDDH