পলাশবাড়ীতে মৎস্য চাষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :
প্রকাশ: ২ মাস আগে

গাইবান্ধা প্রতিনিধি:

নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা টাউন হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দেশী প্রজাতির মাছ রক্ষার্থের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেয়া হয়। এছাড়াও ২৪ হতে ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী জতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে প্রচার প্রচারনাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।

সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান রিহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আলতাব হোসেন, মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যচাষীগণ অংশ নেন।