নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ঢালিউড তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও ছেলে আব্রাহাম খান জয়ের একসঙ্গে সময় কাটানোর ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি অপু-জয় ঘুরতে গিয়েছিলেন নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। সঙ্গে ছিলেন শাকিব খানও। শাকিব খানের ক্যামেরাতেই বন্দি হন অপু ও জয়।
সোমবার (২৪ জুলাই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অপু-জয় ঘোড়ার গাড়িতে ঘুরছেন। ক্যামেরার ওপাশ থেকে শাকিব, ছেলে জয়কে পার্ক দেখাচ্ছেন। ভিডিওটিও ধারণ করেছেন শাকিব নিজেই। তবে ক্যামেরার সামনে দেখা যায়নি তাকে।
এক মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে সম্পূর্ণ অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়কে দেখা যায়। ভিডিওতে ছেলের সঙ্গে শাকিবের কথোপকথন শোনা যাচ্ছিল। শাকিব জয়কে জিজ্ঞাসা করছে তুমি কোথায় আছো, জয় বলছে হর্স কার অর্থাৎ ঘোড়ার গাড়ি। অপু আবার ছেলে জয়ের কাছে পার্কের নাম জানতে চায়। আর শাকিব জয়কে পার্কের নাম বলে দিচ্ছে। জয় পার্কের নাম বলছে ‘সেন্ট্রাল পার্ক’। শাকিবকে এও বলতে শোনা যাচ্ছে–এখানকার জায়গাটা খুব সুন্দর।
ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’ ৭ জুলাই যুক্তরাষ্ট্র আর কানাডায়ও মুক্তি পায়। সেজন্য ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। ১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অপু বিশ্বাস। এরপর ছেলেকে সঙ্গে নিয়ে সাবেক একসঙ্গে ঘোরাঘুরি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডায়ও জয়কে সঙ্গে নিয়ে শাকিব-অপুকে ঘুরে বেড়াতে দেখা গেছে। গত সোমবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকার একটি পার্কে ফায়ার ওয়ার্ক দেখছিলেন তারা। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে শাকিব কিংবা জয়কে দেখা না গেলেও বাবা-ছেলের কথোপকথন শোনা যাচ্ছিল। এ সময় ছেলেকে ‘ফায়ার ওয়ার্ক’ দেখাচ্ছিলেন শাকিব।
অপু বিশ্বাস আব্রাহাম নতুন সিনেমা নায়ক সাকিব খান বাংলাদেশ বিনোদন শাকিব খান সিনেমা