দিনাজপুরে আঞ্চলিক স্কাউটসের গ্রুপ সভাপতি কোর্স উদ্বোধন

নিউজ ডেস্ক :
প্রকাশ: ২ মাস আগে

দিনাজপুর প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের শিশু কিশোর ও যুবদের স্কাউট প্রশিক্ষণের মাধ্যমে সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক তৈরীর প্রয়াসে ২৩ জুলাই রবিবার শুরু হয়েছে গ্রুপ সভাপতি কোর্স। রংপুর বিভাগের জেলাসমূহ থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্কাউটসের গ্রুপ কমিটির সভাপতি হিসেবে সঠিক দায়িত্ব পালন ও সকল ছাত্রছাত্রীকে স্কাউটিং বিষয়ক প্রশিক্ষণদানে কোর্সে তাদের নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা ও হাতে কলমে শেখানো হবে।

বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ বিভাগের পরিচালনায় ও দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় ২৩-২৫ জুলাই ২০২৩ অনুষ্ঠিত কোর্সের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম। কোর্স লিডার ও দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আঞ্চলিক সম্পাদক ও কোর্স স্টাফ মোঃ আবু সাঈদ, স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কোর্স স্টাফ মোঃ মাহবুুবুল আলম প্রামানিক, দেবীগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, কোর্স স্টাফ আরিফ হোসেন চৌধুরী, আব্দুল মোতালেব, মোঃ লুৎফর রহমান, শরীফা খাতুন প্রমুখ। উল্লেখ্য, দিনাজপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমবারের মত আয়োজিত এ গ্রুপ সভাপতি কোর্সে প্রাথমিক বিদ্যালয়সমূহের ৪০ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করছে।