বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ‘চক্রান্তমূলক মামলায় অন্যায় রায়ের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
শুক্রবার ০৪ আগষ্ট রংপুর গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল টি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহবায়ক সামসুজামান সামু ও জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
সমাবেশে বক্তারা বলেন, বহু আগেই দেশ থেকে ন্যায় বিচার ও আইনের শাসন ওঠে গেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্ট ইস্যু করা হচ্ছে না, দেশে আসতে দেয়া হচ্ছে না। এবার দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী দেশবরেণ্য চিকিৎসক ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে পুরো জিয়া পরিবারকে নির্বাচনের বাইরে রাখতে চায় এই অবৈধ সরকার। জিয়া পরিবার ছাড়া কোনো নির্বাচন মেনে নেয়া হবে না। সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’ সকল ইউনিট,, জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল মৎস্যজীবী দল, কৃষকদল, শ্রমিকদল ও জিয়া পরিষদের নেতাকর্মীরা