ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে রংপুরে সাংবাদিক ইউনিয়নের সমাবেশ

নিউজ ডেস্ক :
প্রকাশ: ২ মাস আগে

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার ও বন্ধ সংবাদমাধ্যম খুলে দেয়ার দাবিতে রংপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩জুলাই) অর্ধদিন ব্যাপী রংপুর এসোড হলরুমে এ সমাবেশ অনুষ্ঠি হয়।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক প্রামানিকের সভাপতিত্বে ও যমুনা টিভির রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ ও প্রধান বক্তা ছিলেন মহাসচিব নুরুল আমিন রোকন। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সহসহাপতি ওবায়দুর রহমান শাহিন, সাবেক সহকারী মহাসচিব আহমদ মতিউর রহমান।

আমন্ত্রিত অতিথি ছিলেন ড্যাব রংপুর মহানগরের আহবায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. রোকনুজ্জামান, দাবানল পত্রিকার সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু, কালের কণ্ঠ রংপুর ব্যুরো প্রধান নজরুল ইসলাম রাজু, এশিয়ান টিভির রংপুর প্রতিনিধি বাদশা ওসমানী, নিউজ টুয়েন্টি ফোরের রংপুর প্রতিনিধি রেজাউল করিম মানিক, চ্যানেল টুয়েন্টি ফোরের ফখরুল শাহিনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার জেলা-উপজেলার সাংবাদিকবৃন্দ।

বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার ও বন্ধ সংবাদমাধ্যম খুলে দেয়ার দাবী তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এসময় সাংবাদিক সালেকুজ্জামান সালেক প্রামানিককে সভাপতি ও যমুনা টিভির রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নানকে সাধারণ সম্পাদক করে রংপুর সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কমিটির ঘোষণা দেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ।