নীলফামারীর জলঢাকায় রাস্তা বন্ধ সহ দেয়ালের একাংশ ভেঙ্গে দেওয়ায় স্থানীয়দের খোবে গতকাল থানায় অভিযোগ করেছে দেবর।
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার থানা মোড় এলাকার অহিদুর রহমানের ছেলে আক্তারুজ্জামান (৩২) তার বড় ভাই প্রয়াত আরিফুজ্জামান আরিফের স্ত্রী শিউলি বেগম (৩৫) এর উপর থানায় অভিযোগ দাখিল করেছে। লিখিত অভিযোগে বলেন, শিউলি বেগম ও তার বাবার বাড়ীর পরিবার এবং বহিরাগত লোকদের নিয়ে আক্তারুজ্জামানের দুই বোনসহ আরো একাধিক পরিবারের চলাচলের রাস্তা হটাৎ করে বন্ধ করে দেয়ালের একাংশ ভেঙ্গে দেন। এতে তার বোনদের ও তার পরিবারের লোকজনদের চলাচলে বিঘ্ন ঘটে। এমনকি যে কোন দূর্ঘটনা ঘটাবে বলে শিউলি বেগম ও তার বড় মেয়ে হুমকি প্রদান করে। এমন অপ্রিতিকর ঘটনার জেরে আইনি সহায়তা পেতে আক্তারুজ্জামান বাদী হয়ে থানায় অভিযোগ করেন।